কবিতা
কবিতা
স্বাধীনতা শুধুমাত্র একটি পতাকা নয়
আমার স্বাধীনতা মানে গণতন্ত্র
দ্বিধাহীন চিৎকার
হাওয়ায় ওড়ানো বাড়ি
স্বদেশে সদম্ভে বুক টান করে হাঁটা
আমার স্বাধীনতা সেলাইহীন ঠোঁট
যা ইচ্ছে বলতে পারা কারো পছন্দ হোক বা না হোক।
আমার স্বাধীনতা তসবিহ হাতে মওলানার মসজিদে যাওয়া
মন্দিরে উলুধ্বনি
শঙ্খধ্বনি শুক্লাদির বাড়ি।
গির্জা, প্যাগোডায় যাক যে যার মতো
আমার স্বাধীনতা
কেউ হাওয়ায় উঠাক বাজি
যা ইচ্ছে করুক
ভেঙে ফেলুক চোখের প্রাচীর,
কথারা হোক লাগামহীন ঘোড়া
আমার স্বাধীনতা শুধু একটি পতাকা নয়।
আমার স্বাধীনতা সমাজতন্ত্র
দুধভাত মানুষের।
আমার স্বাধীনতা
কৃষকের গামছায় ঘাম মোছা সুখ
শ্রমিকের ঘামে ভেজা শরীরে শীতল পরশ
কলে-কারখানায় আনন্দ উল্লাস
আমার স্বাধীনতা শুধু একটি পতাকা নয়
বাবার স্বপ্ন
মায়ের নীরব চোখের না-বলা কথার প্রতিশ্রুতি।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url