সিয়ামের গুরুত্ব ও উপকারিতা


সিয়াম বা রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। এটি শুধুমাত্র  ইবাদত নয়, বরং আত্নশুদ্ধি, ধৈর্য্য, সংযম ও তাকওয়া অর্জনের মাধ্যম। কুরআন ও হাদিসে সিয়ামের গুরুত্ব বারবার তুলে ধরা হয়েছে। 

সিয়ামের গুরুত্ব ও উপকারিতাঃ

১. আল্লাহর নির্দেশ পালনের মাধ্যম :

আল্লাহ তাআলা কুরআন মজিদে বলেছেন- 

‘‘হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’’ (সূরা বাকারা: ১৮৩)

২. তাকওয়া ও আত্নশুদ্ধির পথঃ

সিয়াম মানুষকে গুনাহ থেকে দূরে রাখে ধৈর্য্য ও সংযম শিক্ষা দেয় এবং আত্নাকে পরিশুদ্ধ করে। 

৩. জান্নাতের বিশেষ দরজা (আ্রর-রাইয়ান)

রাসুল (সাঃ) বলেছেন:

‘‘জান্নাতে একটি দরজা আছে যার নাম ‘আর-রাইয়ান’। কিয়ামতের দিন রোজাদাররা সেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে।’’(বুখারী হাদিস: ১৮৯৬)

৪. গুনাহ মোচন ও অতিত পাপের  ক্ষমাঃ

নবী (সাঃ) বলেছেন-

‘‘ যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করবে, তার অতিতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’’(বুখারী হাদিস: ৩৮)

৫. দেহ ও মনের সুস্থতাঃ 

সিয়াম ‍শুধুমাত্র আত্নিক উন্নতি করে না, বরং তা স্বস্থগত দিক থেকেও উপকারী। এটি শরীরের বর্জ্য পরিস্কার করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

উপসংহারঃ

রমজান হলো খালেস ইবাদতের মৌসুম। তাই এই মাসের সময়গুলো যতটা শুধু আল্লাহর ইবাদতে কাটানো যায় ততই ভালো। আল্লাহ তাআয়ালা আমাদের সকলকে হাদিস অনুযায়ী আমল করার ও উক্ত ফজিলত লাভ করার তাওফীক দান করুন। আমীন। ইয়া রাব্বুল আলামীন।  












এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url